Entrepreneur Registration

আপনি কি গুণগত মানসম্পন্ন দেশীয় পণ্য তৈরী করছেন? কিন্তু বিক্রি/বাজারজাত করণের মাধ্যম পাচ্ছেন না। আপনি কি চান আপনার দেশীয় পণ্যটি জাতীয় পর্যায়ে উপস্থাপিত হোক? তাহলে আজই যোগাযোগ করুন আপনার গুণগত মানসম্পন্ন যে কোন দেশীয় পণ্য নিয়ে। আপনার পণ্যটি আমরা পৌঁছে দিব ভোক্তা সমাজের কাছে “স্বদেশী উদ্যোক্তার” মাধ্যমে। একতা শৃঙ্খলা সহযোগীতমূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে নতুন প্রজন্মের উদ্যোক্তা এবং ভোক্তা সমাজের সমন্বয়ে দেশের অর্থনীতিকে উন্নয়নের মূলশ্রোতধারায় সম্পৃক্ত করাই স্বদেশী উদ্যোক্তার প্রধান চ্যালেঞ্জ। সব ধরণের ভেজালমুক্ত দেশীয় পণ্যের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে স্বদেশী উদ্যোক্তা প্রতিশ্রুতিবদ্ধ। স্বদেশী উদ্যোক্তার বিক্রয়লব্ধ একটি অংশ ব্যয় করা হবে দেশের পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং উদ্যোক্তা উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ডে।


নিম্নোক্ত শর্তাবলীর আলোকে আপনি স্বদেশী উদ্যোক্তায় রেজিস্টেশন এর মাধ্যমে আপনার উৎপাদিত পণ্য আমাদের নিকট বিক্রি করতে পারবেন।

১। আপনাদের সকল পণ্য দেশীয় কাঁচামাল থেকে উৎপাদিত হতে হবে।
২। পণ্যগুলো অবশ্যই উদ্যোক্তার নিজের তৈরি হতে হবে।
৩। পণ্যের গুণগত মান অবশ্যই ১০০% খাঁটি ও নির্ভেজাল হতে হবে।
৪। পণ্য নির্বাচনের পূর্বে অবশ্যই নমুনাস্বরূপ কিছু স্যাম্পল আমাদের পাঠাতে হবে।
৫। আপনার নিকট থেকে প্রেরিত পণ্য আমাদের নিজস্ব ল্যাবে গুনগত মান যাচাই-বাছাই পূর্বক গ্রহণ করা হবে।
৬। পরবর্তীতে পণ্যের গুণগত মান ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে।
৭। নিম্নমানের পণ্য কখনোই গ্রহণ করা হবে না। যদি কারো পণ্যের গুনগত মান নিম্নমানের বলে বিবেচিত হয় সেক্ষেত্রে পণ্য         তাকে ফেরত নিতে হবে।
৮। পণ্য পাঠানোর সময় সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে, নষ্ট হওয়া পণ্য কোনমতেই গ্রহণযোগ্য হবে না।
৯। অর্ডার করার তিন (০৩) দিনের মধ্যে পণ্য আমাদের নিকট কুরিয়ার যোগে অথবা নিজে এসেও পৌঁছে দিতে পারবেন।
১০। পণ্যের সংরক্ষণ বিধি অবশ্যই পণ্যের সাথে সংযুক্ত করতে হবে।
১১। পণ্য সংরক্ষণে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার করা যাবে না।
১২। খাদ্যজাত পণ্যের ক্ষেত্রে উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ অবশ্যই পণ্যের সাথে উল্লেখ করে পাঠাতে হবে।
১৩। প্রেরিত পণ্য ক্রেতার চাহিদা, রুচিবোধ ও সময় উপযোগীতাকে মাথায় রেখে উৎপাদন করতে হবে।
১৩। আপনার প্রেরিত পণ্যের সাথে উক্ত পণ্যের চালান অবশ্যই পাঠাতে হবে।

রেজিস্টেশনের জন্য ক্লিক করুণ-  Registration Now

 

অথবা যোগাযোগ করুন:
ফোন: ০৯৬৭৮ ৩৪৩ ৯৯৯
ই-মেইল করুন:  [email protected]
বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ: Swadeshi Uddakta
এছাড়া ভিজিট করুন:  www.swadeshiuddakta.com

 

SHOPPING CART

close
Translate »
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop