Why Stay With Swadeshi Uddakta?

Why Stay With Swadeshi Uddakta?

You must be aware that the number and scope of new educated generation in the country is constantly increasing every year. The educated new generation is not the burden of family, society, and nation. Just given the need. The present young generation is the future Kandari of Bangladesh under whose able and competent leadership, the talent of efficient workmanship will emerge, the country will move forward on the path of economic prosperity in thought and productivity. But the unfortunate but terrible truth is that this invaluable resource of the country this young generation especially the educated young generation lacks sound planning, lack of coordination, suitable environment, and true patriotism is hidden within us. Above all, the addiction to foreign culture and foreign products is not inspiring our young generation to produce useful products by utilizing domestic resources in the potentially productive indigenous technologies inspired by self-effort and self-confidence. The young generation of our country needs to make proper use of this talented new generation to strengthen the fears of the country’s economy through the productivity of consumer goods with the resources of the country. InshaAllah, one day they will be able to build themselves as big industrialists through small mistakes – maybe it is me or your child. Now is the right time to change the mindset of the parents of each family with the slogan of ‘I will be a job giver, not a job giver’.

There is no substitute for authentic products to stay healthy. But the current market survey shows the effect of the unhealthy mentality of unscrupulous traders in maintaining the quality of the product. Again, an unbearable lack of coordination in the quality and price of the product. The consumer society of the country is waiting at every moment for the best product at a fair price. The new generation Entrepreneur Development Foundation has been established keeping in view the appropriate product demand and creativity of the consumer society – Swadeshi Uddakta. Swadeshi Uddakta is committed to delivering the best quality products produced by local entrepreneurs at a fair price. Swadeshi Uddakta has emerged on the side of the emerging consumer society with a firm commitment to replace the bridge of trustworthy love of a new business buyer-seller with the existing situation.

All you need is a tolerant attitude of a little love to complete your humanity. The product purchased from me-your humanity and love can transform a promising life, save a family and deliver quality development to the country to achieve high productivity. I humbly and kindly request you to take our initiative and efforts with respect.

“May humanity prevail

Let’s win united efforts “

 

কেন স্বদেশী উদ্যোক্তার পাশে থাকবেন?

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, দেশে প্রতিবছর শিক্ষিত নতুন প্রজন্মের সংখ্যা ও ব্যাপ্তি ক্রমাগতভাবে বেড়েই চলছে । শিক্ষিত নতুন প্রজন্ম পরিবাব,সমাজ এবং জাতির বোঝা নয়। প্রয়োজন শুধু  দেওয়া। বর্তমান তরুন প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী যাদের সুষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে, দক্ষ কর্মপরিচালনার মেধা উৎসারিত নতুন নতুন সৃষ্টিশীলতায় চিন্তাধারায়,উৎপাদনশীলতায় দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। কিন্তু দূর্ভাগ্যজনক হলেও ভয়ানক সত্য যে,দেশের এই অমূল্য সম্পদ-এই তরুন প্রজন্ম বিশেষ করে শিক্ষিত তরুন প্রজন্ম সুষ্ঠ পরিকল্পনা,সমন্বয়হীনতা,উপযুক্ত পরিবেশ এবং আমাদের ভিতর লুকায়িত সত্যিকারের দেশ প্রেমের অভাব। সর্বোপরি পররাষ্ট্রের সংস্কৃতি ও বিজাতীয় বহির্বিশ্বের পণ্যের প্রতি আসক্তি আমাদের তরুন প্রজন্মকে আত্নপ্রচেষ্টা ও আত্নপ্রত্যায়ে উদ্ভুদ্ধ হয়ে প্রচুর সম্ভাবনাময় উৎপাদনশীল দেশজ প্রযুক্তিতে দেশীয় সম্পদকে কাজে লাগিয়ে ক্রেতা উপযোগী পণ্য উৎপাদন করতে অনুপ্রাণিত করছে না। আমাদের দেশের তরুন এই প্রতিভাবান নতুন প্রজন্মকে উপযুক্ত ভাবে কাজে লাগিয়ে দেশের সম্পদ দিয়েই ক্রেতা উপযোগী ব্যবহার্য পণ্য উৎপাদনশীলতার মাধ্যমে দেশের অর্থনীতির ভীতকে দূঢ়ভাবে মজবুত করতে হবে। ছোট ছোট ভূল ক্রুটির মধ্য দিয়েই ইনশাআল্লাহ ওদের মাঝ থেকেই একদিন বড় বড় শিল্পপতি হিসাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে-হতে পারে সেটা আমার কিংবা আপনার সন্তান। চাকুরী গ্রহীতা নয় ,চাকুরী দাতা হবো-এই শ্লোগানকে সামনে রেখেই প্রতিটি পরিবারের অভিভাবকদের মানসিকতাকে পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়।আমাদের দেশের মেধাবী এই ছেলেমেয়েদের শুধু একটু গঠনমূলক ভাবে পরিকল্পনা মাফিক সামনের পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের দলবল নির্বিশেষে সবাইকে একই জায়গায় সম মানসিকতায় ঐক্যবদ্ধ হতে হবে।

সুস্থ থাকতে খাঁটি পণ্যের বিকল্প নেই।কিন্তু বর্তমান বাজার জরিপ করে দেখা যায় যে, পণ্যের গুনগত মান ধরে রাখার ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের অসুস্থ্য মানসিকতার প্রভাব।আবার পণ্যের গুনগত মান ও দামের ক্ষেত্রে এক অসহনীয় সমন্বয়হীনতা। দেশের ভোক্তা সমাজ ন্যায্য দামে সেরা পণ্যটির জন্য প্রতি মূহুর্তে অপেক্ষারত। ভোক্তা সমাজের উপযুক্ত পণ্য চাহিদা ও রচিবোধকে বিবেচনায় রেখেই নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে-স্বদেশী উদ্যোক্তা। দেশীয় উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত সেরা মানের পণ্যটি ন্যায্য দামে আপনার হাতে পৌছেঁ দিতে স্বদেশী উদ্যোক্তা অঙ্গিকারবদ্ধ। বিদ্যমান পরিস্থিতির সঙ্গে নতুন এক ব্যাবসায়িক ক্রেতা বিক্রেতার বিশ্বাস যোগ্য ভালবাসার সমন্নয় সেতু প্রতিস্থাপনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্বদেশী উদ্যোক্তা আবির্ভূত ভোক্তা সমাজের পাশে।

প্রয়োজন শুধু আপনাদের মানবিকতা সম্পন্ন একটু ভালবাসার সহনশীল দৃষ্টিভঙ্গি। আমার-আপনার মানবতা ও ভালোবাসা থেকে ক্রয়কৃত পণ্যটি বদলে দিতে পারে একটি সম্ভাবনাময় জীবন, বাঁচিয়ে তুলতে পারে একটি পরিবার এবং পৌছে দিতে পারে দেশকে মান উন্নয়ন উচ্চ উৎপাদনশীলতা অর্জনে।আমাদের এই উদ্যোগ এবং প্রয়াসকে সম্মানের সাথে গ্রহন করার জন্য আপনাদেরকে সবিনয় এবং সবান্ধব অনুরোধ জ্ঞাপন করছি।

“জয় হোক মানবিকতার

জয় হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার”

 

Our Facebook page: Swadeshi Uddakta

Know more about our organization: Natunprojonmouddakta

স্বদেশী উদ্যোক্তা সম্পর্কে?

স্বদেশী উদ্যোক্তা কেন?

SHOPPING CART

close
Translate »
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop