About Us

Passion may be a friendly or eager interest in or admiration for a proposal,
cause, discovery, or activity or love to a feeling of unusual excitement.

About

About indigenous entrepreneurs?About Swadeshiuddakta

স্বদেশী উদ্যোক্তা কি?

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (রেজি: নং: ঢ-০৯২৩৪) নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জীবনমান উন্নয়নের নতুন এক সম্ভাবনার সিড়ি স্বদেশী উদ্যোক্তা-অনলাইন বিজনেস প্লাটফর্ম।দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক উদ্যোক্তাই গুনগত মানসম্পন্ন দেশীয় পণ্য উৎপাদন করছে ঠিকই,কিন্তু সঠিক মূল্যে বিক্রির কোন মাধ্যম পাচ্ছে না।সেই সকল উদ্যোক্তা এবং তাদের উৎপাদিত দেশীয় পণ্যটি বাজারজাতকরণ এবং জাতীয় পর্যায়ে উপস্থাপন করাই স্বদেশী উদ্যোক্তার মূল লক্ষ্য।স্বদেশী উদ্যোক্তা-ই হবে সেই মাধ্যম যেখানে উদ্যোক্তারা তাদের উৎপাদিত গুনগত মানসম্পন্ন দেশীয় পণ্যটি বিক্রি করতে পারেবে এবং ভোক্তারাও ন্যায্য মূল্যে নির্ভেজাল পণ্যটি সহজে ক্রয় করতে পারবে।একতা শৃঙ্খলা সহযোগীতমূলক পরিবেশ সৃষ্টির মাধ্যমে নতুন প্রজন্মের উদ্যোক্তা এবং ভোক্তা সমাজের সমন্বয়ে দেশের অর্থনীতিকে উন্নয়নের মূলশ্রোতধারায় সম্পৃক্ত করাই স্বদেশী উদ্যোক্তার প্রধান চ্যালেঞ্জ।সব ধরণের ভেজালমুক্ত দেশীয় পণ্যের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিতে স্বদেশী উদ্যোক্তা প্রতিশ্রুতিবদ্ধ।স্বদেশী উদ্যোক্তার বিক্রয়লব্ধ একটি অংশ ব্যয় করা হবে দেশের পিছিয়ে পড়া অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং উদ্যোক্তা উন্নয়ন মূলক বিভিন্ন কর্মকান্ডে।

About Why indigenous entrepreneurs?

কেন স্বদেশী উদ্যোক্তা ?

নতুন প্রজন্ম উদ্যোক্তা ফাউন্ডেশন এর অন্যতম প্রধান লক্ষ্য নতুন প্রজন্মের বিশেষ করে শিক্ষিত বেকার যারা চাকুরির পরিবর্তে উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার প্রতিষ্ঠায় উৎসাহী এবং স্বাবলম্বী হয়ে নিজেকে প্রতিষ্ঠা করতে ইচ্ছুক তাঁদেরকে চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও বহুমুখী বিজনেস সাপোর্ট সার্ভিস প্রদান করা ফাউন্ডেশন এর প্রধান লক্ষ্য।এ প্রক্রিয়ার আওতায় সমাজসেবা ও সমাজকল্যানে নতুন প্রজন্মকে অধিক কলেবরে সম্পৃক্ত করা ফাউন্ডেশন এর অন্যতম প্রধান কাজ।সমাজ ও জাতীয় উন্নয়নে নতুন প্রজন্মের কোন বিকল্প নেই।বলার অপেক্ষা রাখে না যে, পরিবার, সমাজ ও জাতীয় উন্নয়নে বাংলাদেশের নতুন প্রজন্ম অন্যতম প্রধান চালিকাশক্তি এবং চাবিকাঠি।এ ধরনের সামগ্রিকতাকে বুঝে এবং বিশ্লেষণ করে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন নতুন প্রজন্মের উন্নয়নে সারাদেশ ব্যাপি বহুমূখী উন্নয়নমূলক কর্মকান্ড ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।দেশের বিভিন্ন জেলায় বহুমূখী কর্মকান্ড ও প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করতে গিয়ে ফাউন্ডেশন অনুধাবন করতে পারে যে দেশের প্রত্যান্ত অঞ্চলের উদ্যোক্তারা তাদের নিজস্ব উদ্যোগে উৎপাদিত গুনগত মানসম্পন্ন পণ্য হওয়া সত্বেও বিক্রি করতে গিয়ে বহুমুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।এর ফলে দেশীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত দেশীয় পণ্যের চাহিদা তৈরিতে এবং দেশীয় অর্থনীতিতে তেমন কোন উল্লেখ্যযোগ্য অবদান রাখতে পারছে না।যার প্রভাবে উদ্যোক্তা হারাচ্ছে তার উপযুক্ত পণ্য উৎপাদনের সক্রিয়তা, ক্রেতা হারাচ্ছে নিজ দেশে উৎপাদিত সেরা পণ্যটি ব্যবহারের সুযোগ এবং দেশ হারাচ্ছে বিশাল এক সম্ভাবনাময় অর্থনৈতিক ক্ষেত্র ।এ কারণে আমাদের দেশ থেকে দেশীয় পণ্যের ব্যবহারের কদর এবং আগ্রহ অনেকাংশে কমে যাচ্ছে।দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন এবং সেই সাথে দেশের ভোক্তা সমাজের হাতে ন্যায্য দামে সেরা পণ্যটি পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠা করা হয়েছে “স্বদেশী উদ্যোক্তা” অনলাইন বিজনেস প্লাটফর্ম।

Why stay by the side of indigenous entrepreneurs?

কেন স্বদেশী উদ্যোক্তার পাশে থাকবেন?

আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, দেশে প্রতিবছর শিক্ষিত নতুন প্রজন্মের সংখ্যা ও ব্যাপ্তি ক্রমাগতভাবে বেড়েই চলছে ।শিক্ষিত নতুন প্রজন্ম পরিবাব,সমাজ এবং জাতির বোঝা নয়।প্রয়োজন শুধু নতুন প্রজন্মকে উদ্যোক্তা এবং ব্যবসা সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী ও আত্ন-কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেওয়া।বর্তমান তরুন প্রজন্ম ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী যাদের সুষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে, দক্ষ কর্মপরিচালনার মেধা উৎসারিত নতুন নতুন সৃষ্টিশীলতায় চিন্তাধারায়,উৎপাদনশীলতায় দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।কিন্তু দূর্ভাগ্যজনক হলেও ভয়ানক সত্য যে,দেশের এই অমূল্য সম্পদ-এই তরুন প্রজন্ম বিশেষ করে শিক্ষিত তরুন প্রজন্ম সুষ্ঠ পরিকল্পনা,সমন্বয়হীনতা,উপযুক্ত পরিবেশ এবং আমাদের ভিতর লুকায়িত সত্যিকারের দেশ প্রেমের অভাব।সর্বোপরি পররাষ্ট্রের সংস্কৃতি ও বিজাতীয় বহির্বিশ্বের পণ্যের প্রতি আসক্তি আমাদের তরুন প্রজন্মকে আত্নপ্রচেষ্টা ও আত্নপ্রত্যায়ে উদ্ভুদ্ধ হয়ে প্রচুর সম্ভাবনাময় উৎপাদনশীল দেশজ প্রযুক্তিতে দেশীয় সম্পদকে কাজে লাগিয়ে ক্রেতা উপযোগী পণ্য উৎপাদন করতে অনুপ্রাণিত করছে না।

আমাদের দেশের তরুন এই প্রতিভাবান নতুন প্রজন্মকে উপযুক্ত ভাবে কাজে লাগিয়ে দেশের সম্পদ দিয়েই ক্রেতা উপযোগী ব্যবহার্য পণ্য উৎপাদনশীলতার মাধ্যমে দেশের অর্থনীতির ভীতকে দূঢ়ভাবে মজবুত করতে হবে।ছোট ছোট ভূল ক্রুটির মধ্য দিয়েই ইনশাআল্লাহ ওদের মাঝ থেকেই একদিন বড় বড় শিল্পপতি হিসাবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে-হতে পারে সেটা আমার কিংবা আপনার সন্তান।চাকুরী গ্রহীতা নয় ,চাকুরী দাতা হবো-এই শ্লোগানকে সামনে রেখেই প্রতিটি পরিবারের অভিভাবকদের মানসিকতাকে পরিবর্তন করার এখনই উপযুক্ত সময়।আমাদের দেশের মেধাবী এই ছেলেমেয়েদের শুধু একটু গঠনমূলক ভাবে পরিকল্পনা মাফিক সামনের পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের দলবল নির্বিশেষে সবাইকে একই জায়গায় সম মানসিকতায় ঐক্যবদ্ধ হতে হবে।

সুস্থ থাকতে খাঁটি পণ্যের বিকল্প নেই।কিন্তু বর্তমান বাজার জরিপ করে দেখা যায় যে, পণ্যের গুনগত মান ধরে রাখার ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীদের অসুস্থ্য মানসিকতার প্রভাব।আবার পণ্যের গুনগত মান ও দামের ক্ষেত্রে এক অসহনীয় সমন্বয়হীনতা।দেশের ভোক্তা সমাজ ন্যায্য দামে সেরা পণ্যটির জন্য প্রতি মূহুর্তে অপেক্ষারত।ভোক্তা সমাজের উপযুক্ত পণ্য চাহিদা ও রচিবোধকে বিবেচনায় রেখেই নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে-স্বদেশী উদ্যোক্তা।দেশীয় উদ্যোক্তাদের দ্বারা উৎপাদিত সেরা মানের পণ্যটি ন্যায্য দামে আপনার হাতে পৌছেঁ দিতে স্বদেশী উদ্যোক্তা অঙ্গিকারবদ্ধ।বিদ্যমান পরিস্থিতির সঙ্গে নতুন এক ব্যাবসায়িক ক্রেতা বিক্রেতার বিশ্বাস যোগ্য ভালবাসার সমন্নয় সেতু প্রতিস্থাপনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে স্বদেশী উদ্যোক্তা আবির্ভূত ভোক্তা সমাজের পাশে।

প্রয়োজন শুধু আপনাদের মানবিকতা সম্পন্ন একটু ভালবাসার সহনশীল দৃষ্টিভঙ্গি। আমার-আপনার মানবতা ও ভালোবাসা থেকে ক্রয়কৃত পণ্যটি বদলে দিতে পারে একটি সম্ভাবনাময় জীবন, বাঁচিয়ে তুলতে পারে একটি পরিবার এবং পৌছে দিতে পারে দেশকে মান উন্নয়ন উচ্চ উৎপাদনশীলতা অর্জনে।আমাদের এই উদ্যোগ এবং প্রয়াসকে সম্মানের সাথে গ্রহন করার জন্য আপনাদেরকে সবিনয় এবং সবান্ধব অনুরোধ জ্ঞাপন করছি।

“জয় হোক মানবিকতার

    জয় হোক ঐক্যবদ্ধ প্রচেষ্টার”

About our organization: Natunprojonmouddakta

SHOPPING CART

close
Translate »
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop